শিলিগুড়ি,১ আগস্টঃ শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার ২।ধৃতরা হল সুদীপ গুপ্তা ও মাসুম শেখ।সুদীপ গুপ্তা প্রধাননগর থানার অন্তর্গত বাঘাযতীন কলোনি এবং মাসুম শেখ কালিয়াচকের বাসিন্দা।ধৃতদের কাছ থেকে ২৭৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে এসওজি।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কোটি টাকা বলে জানা গিয়েছে।
বুধবার রাতে এসঅজি’র কাছে খবর আসে প্রধাননগর থানার অন্তর্গত মিলন মোড় এলাকায় মাদক পাচারের পরিকল্পনা চলছে।সেইমতো প্রধাননগর থানা ও এসওজি ওই এলাকায় অভিযান চালায়।অভিযানের দরুন মাসুম শেখ ও সুদীপ গুপ্তাকে গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে ২৭৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করে প্রধাননগর থানার পুলিশ।