শিলিগুড়ি,২ জুনঃ শিলিগুড়ির পুরনিগমের তরফে অক্সিজেন পার্লার চালু হল ডাবগ্রামের মাতৃসদনে।বুধবার সেখানে অক্সিজেন পার্লারটি খোলা হয়েছে।সেখান থেকে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার মিলবে।পুরনিগমের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে অক্সিজেন সিলিন্ডার পাওয়া হবে।প্রাথমিকভাবে ৩০ টি সিলিন্ডারের মাধ্যমে এই পরিষেবা চালু করা হল বুধবার থেকে।
এদিন পুরনিগমের প্রশাসক গৌতম দেব অক্সিজেন পার্লারের উদ্বোধন করেন।তিনি বলেন, আগামীতে আরও সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হবে। ১১ টি অক্সিজেন কনসেনট্রেটর থাকছে।তার মধ্যে কয়েকটি ইন্ডোর স্টেডিয়ামের সেফ হোমে পাঠানো হবে।শহরে কোনো মানুষের যাতে অক্সিজেনের অভাব না হয় সেজন্য পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।