শিলিগুড়ি,২৯ অক্টোবরঃ শিলিগুড়িতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি।গোপন সূত্রের খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে দুর্যোধন গোয়ালা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে আশিঘর ফাঁড়ির পুলিশ ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট।ফাটাপুকুরের বাসিন্দা ধৃত ব্যক্তি।
প্রসঙ্গত, শুক্রবার শিলিগুড়ির কোর্ট মোড় সংলগ্ন এলাকার একটি ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৪৮ হাজার টাকা তুলে তা নিয়ে টোটোতে করে বাড়ি ফিরছিলেন পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিনতি দাস।ইস্টার্ন বাইপাস এলাকায় বুড়াবুড়ি মন্দিরের সামনে টোটো থেকে নেমে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন তিনি।অভিযোগ,সেইসময় একটি বাইকে করে দুষ্কৃতীরা এসে টাকার ব্যাগটি ছিনতাই করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন মিনতি দেবীর পরিবার।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুর্যোধন গোয়ালা নামে এক ব্যক্তিকে।তাকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়।