শিলিগুড়িতে করোনা সংক্রমিত মা জন্ম দিলেন সুস্থ সন্তানের

শিলিগুড়ি,২৬ মেঃ করোনা সংক্রমিত মা জন্ম দিলেন সুস্থ সন্তানের।আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সন্তানের জন্ম দেন ওই মহিলা।জানা গিয়েছে,ওই মহিলা নকশালবাড়ির অটল চা বাগান এলাকার বাসিন্দা।


সূত্রের খবর,গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রসূতি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই মহিলা।গতকাল তার মধ্যে করোনার উপসর্গ দেখা গেলে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এবং সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে আজ এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা।ডেলিভারি করানোর সময় সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পিপিই কিট পড়েছিলেন।অন্যদিকে জানা গিয়েছে, সদ্যোজাতেরও সোয়াব টেস্ট করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwinbahsegel girişholiganbetholiganbet girişonwinpusulabet girişgrandpasha girişcasibom girişistanbul escortextrabetescort beylikdüzücasibomistanbul escortcasibom