শিলিগুড়ি,১১ নভেম্বরঃ দীর্ঘ ১১ বছর পর খুনের ঘটনায় সাজা ঘোষণা।দোষীকে যাবজ্জীবনের কারাদণ্ড শোনালেন বিচারক।
১১ বছরের পুরনো খুনের ঘটনায় দোষীকে যাবজ্জীবনের কারাদণ্ড শোনাল শিলিগুড়ি অ্যাডিশনাল কোর্ট।অভিযুক্তের নাম শৈলেশ দার্নাল।জানা গিয়েছে,২০১১ সালের জুন মাসে বাগডোগরা এমএম তরাই এলাকায় গভীর রাতে ৫৬ বছর বয়সী জ্ঞানি বিশ্বকর্মা নামে এক মহিলাকে ডাইনি অপবাদে খুন করা হয়।এই ঘটনায় প্রতিবেশী শৈলেশ দার্নালকে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ।খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করে পুলিশ।এরপর এতোদিন ধরে আদালতে এই মামলা চলছিল।অবশেষে দীর্ঘ ১১ বছর পর ঘটনার রায় শোনানো হয়।শৈলেশ দার্নালকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করে আদালত।
