শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ এনজেপি থানার পুলিশের অভিযানে ডাকাতির আগেই গ্রেফতার পাঁচ দুষ্কৃতি।ধৃতরা হল বাপ্পা মল্লিক বাড়ি শান্তিপাড়া এলাকায়,সঞ্জিত সাহানি বাড়ি সিপাইপাড়ায়,দীপঙ্কর সরকার বাড়ি মাদানিবাজারে,প্রদীপ মল্লিক বাড়ি শান্তিপাড়া এলাকায় এবং অম্বিকানগরের বাসিন্দা মজিদুল ইসলাম।ধৃতদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ফুলবাড়ির জটিয়াকালি এলাকায় জড়ো হয় ১০ থেকে ১২ জনের দুষ্কৃতীদের একটি দল।বিষয়টি জানতে পেরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে।যদিও পুলিশের হাতে ধরা পড়ে যায় পাঁচজন।আজ তাদেরকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।