শিলিগুড়ি,৪ নভেম্বরঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হল এক সাফাই কর্মীর।মৃতের নাম দিলীপ রাউথ(৩৫)।শিলিগুড়ি পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনির বাসিন্দা ছিল মৃত সাফাই কর্মী।
জানা গিয়েছে, ৩১ অক্টোবর তার জ্বর আসে।এরপর তার পরিবার তাকে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে।সেখানে তার ম্যাক অ্যালাইজা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে।এরপর আচমকা প্লেটলেট কমে গেলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।কিন্তু সেখানে প্লেটলেট কমে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে।বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
এই বিষয়ে ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্প্রীতা দাস বলেন, মেডিকেলে প্লেটলেট কমে যাওয়ায় ১৫ বোতল রক্ত দেওয়া হয়েছিল।আমি নিজে চার বোতল রক্ত জোগাড় করে দিয়েছিলাম।ওই এলাকায় শুধু মাত্র তিনিই জ্বরে আক্রান্ত হয়েছিলেন।পরিবার বা আশেপাশে আর কেউ জ্বরে আক্রান্ত নয়।আমি নিজে ওয়ার্ডের প্রতিটি বাড়ি পরিদর্শন করছি।

