শিলিগুড়িতে দুঃস্থদের খাদ্যসামগ্রী বিতরণ করল বেশ কয়েকজন যুবক

শিলিগুড়ি, ৩ এপ্রিলঃ করোনা মোকাবিলায় চলছে গোটা দেশে লকডাউন। এই লকডাউনের সময় বহু মানুষ গরীব-দুঃস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।


এবারে দুঃস্থদের সাহায্যে উদ্যোগ গ্রহন করল শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের মহারাজ কলোনির বেশ কয়েকজন যুবক। যুবকরা নিজের হাতখরচের টাকা দিয়ে দেড় কিলো আলু, ২ কিলো চাল ও ১ কিলো চিড়া ফাড়াবাড়ি,নেপালি বস্তি এবং শান্তিনগর এলাকায় গরীব-দুঃস্থদের বিতরণ করেন।

এদিনের কর্মসূচীতে ছিলেন প্রদীপ প্রসাদ, রোহিত গুপ্তা, পল্লব মোদক, আশীষ সিংহ, রবি প্রসাদ, বিশ্বজিৎ সরকার ও রবিন সিংহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibomOnwin