শিলিগুড়ি,১৭ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে এসে তর্পণ করলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল।সকালে শিলিগুড়ির মহানন্দা ঘাটে স্থানীয় বিজেপি কর্মী এবং সমর্থকদের নিয়ে তর্পণ করতে আসেন অগ্নিমিত্রা পাল।
তর্পণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,‘পূর্বপুরুষদের পাশাপাশি তৃনমূলের হাতে খুন হওয়া ১১২ জন বিজেপি কর্মী এবং সমর্থকদের উদ্দ্যেশে তর্পণ করলেন’। পাশাপাশি তিনি জানান, মায়ের কাছে তিনি প্রার্থনা করেছেন যাতে বাংলায় শান্তি ফিরে আসে।
এদিকে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর বক্তব্য প্রসঙ্গে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব কটাক্ষ করে বলেন, ‘তর্পণ করার অধিকার সকলেরই আছে। তর্পণের মধ্যে দিয়ে পিতৃপুরুষদের স্মরণ করা হয়। কিন্তু যে তর্পণ তিনি করেছেন তা হল রাজনৈতিক তর্পণ। এই রাজনৈতিক তর্পণ বিজেপির কর্মসূচীরই অঙ্গ। এনিয়ে তার কিছু বলার নেই’।
পাশাপাশি মন্ত্রী জানান,ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা অনেক কম। আর এখানে উত্তরপ্রদেশের মত প্রতিদিন খুন বা ধর্ষণ হয় না।