শিলিগুড়ি,১ জুনঃ হরিণের মৃগনাভি জাতীয় বস্তু ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডে।
বৃহস্পতিবার ২০ নম্বর ওয়ার্ডের সংশোধনাগারের পেছনের রাস্তায় একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়।ঘটনার খবর দেওয়া হয় এলাকার কাউন্সিলর অভয়া বোসকে। তিনি এসে ব্যাগটি খুলে দেখেন ভেতরে হরিণের মৃগনাভি জাতীয় বস্তু রয়েছে। এরপরই খবর দেওয়া হয় বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বন কর্মীদের।বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়।
ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার বলেন, মৃগনাভি গুলিকে আসল কি না তা পরীক্ষার জন্য জু লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হবে। ঘটনায় কেউ জড়িয়ে রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করবে বনদপ্তর।