শিলিগুড়ি, ৬ এপ্রিলঃ বাংলাদেশ যাওয়ার জন্য এবার থেকে শিলিগুড়িতেই মিলবে ভিসা।এতোদিন বাংলাদেশে ভিসার জন্য কলকাতা কিংবা অন্যত্র যেতে হতো।
কিন্তু এবার থেকে শিলিগুড়িতে মিলবে ভিসা।বুধবার থেকে সেবক রোডে ইন্টারন্যাশনাল মার্কেটে ভিসার আবেদনের জন্য অফিস খোলা হয়েছে।সেখানে বাংলাদেশের জন্য ভিসার আবেদন করতে পারবেন সকলে।এই ভিসা কেন্দ্রটি খুলে যাওয়ায় পর্যটনের ক্ষেত্রেও উন্নতি হবে বলে মনে করছে দুই দেশের পর্যটন মহল।
অন্যদিকে এপ্রিল মাসে ঢাকা এনজেপি ট্রেন চলাচল শুরুর কথা রয়েছে।ফলে ভিসা কেন্দ্রটি খুলে যাওয়ায় আরও সুবিধা হল মানুষের।