শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ শিলিগুড়ির বর্ধমান রোডে একটি ভবনে চলছিল জুয়ার আসর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ধরে ৬ জনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম উত্তম আগরওয়াল, অনীল আগরওয়াল, কপিল গোয়েল, রোহিত গোয়েল, গোপাল কেডিয়া ও মনোজ চৌধুরী।
উত্তম আগরওয়াল জ্যোতিনগর, অনীল আগরওয়াল পাঞ্জাবি পাড়া, কপিল গোয়েল খালপাড়া, রোহিত গোয়েল সুকান্ত সরণী(২৫ নম্বর ওয়ার্ড), গোপাল কেডিয়া খালপাড়া ও মনোজ চৌধুরী মিলনপল্লীর বাসিন্দা। বেশকিছুদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল বর্ধমান রোডে জুয়ার আসর বসছে। সেই চক্রকে ধরতে তৎপর হয় পুলিশ। অবশেষে মঙ্গলবার হাতেনাতে সেখান থেকে এই ৬ জনকে ধরা হয়। জুয়ার বোর্ড থেকে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতরা সকলেই বড় বড় ব্যবসায়ী পরিবারের বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বুধবার এদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।
প্রসঙ্গত, এর আগে লকডাউনের সময় শিলিগুড়ি থানার পুলিশ খালপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ও লক্ষাধিক টাকাও জুয়ার বোর্ড থেকে পাওয়া যায়।