শিলিগুড়ি থেকে ‘পথশ্রী অভিযান’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি,১ অক্টোবরঃ প্রায় আটমাস পর উত্তরবঙ্গে সফরে এসে পাঁচ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ কলকাতায় ফেরার আগে শিলিগুড়ির ফুলবাড়ি থেকে ‘পথশ্রী অভিযান’ প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী।


জানা গিয়েছে, রাজ্য জুড়ে ১২০০০ কিলোমিটার রাস্তার পুননির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য এই ‘পথশ্রী অভিযান’ প্রকল্প।এই প্রকল্পে বিভিন্ন জেলায় গ্ৰামীন রাস্তা নতুন করে তৈরি করা হবে।ইতিমধ্যেই  পঞ্চায়েত দফতর প্রত্যেক জেলায় ভেঙে যাওয়া রাস্তা চিহ্নিত করে ফেলেছে।এই প্রকল্পে সেই সব রাস্তাকে সারিয়ে গাড়ি চলার উপযুক্ত করে তোলা হবে। ডিসেম্বরের মধ্যে গোটা রাজ্যে সমস্ত গ্ৰামীন রাস্তার সংস্কার করে গাড়ি চলাচলের উপযোগী করে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş