শিলিগুড়ি,১৫ মার্চঃ সাইবার সিকিউরিটি নিয়ে ১৭ মার্চ আয়োজিত হতে চলেছে হ্যাকাথন কর্মসূচী। NASCOM ও সরকারী সহযোগীতায় ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং একদিনের এই কর্মসূচী আয়োজন করতে চলেছেন।
সোমবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং এর ফাউন্ডার সন্দীপ সেনগুপ্ত জানান, ডিজিটাল ইন্ডিয়া গড়তে গেলে সবচেয়ে প্রয়োজন সাইবার সিকিউরিটি।বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলিতে প্রয়োজন রয়েছে হ্যাকারের।তাদের কথা মাথায় রেখেই ১৭ তারিখ মাটিগাড়ায় তাদের কর্মসূচী।যেখানে সাইবার সিকিউরিটির বেশকিছু পর্যায় ভেদ করতে পারলেই মিলবে পুরস্কার।সেইসঙ্গে উঠে আসবে শহরের প্রতিভা। সাইবার সিকিউরিটি নিয়ে যারা ভবিষ্যৎ গড়তে চায় তাদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ। সম্পূর্ণ বিনামূল্যে তাদের একদিনের এই কর্মসূচী। সমস্ত বয়সের মানুষেরাই এই কর্মসূচীতে যোগদান করতে পারবেন।