শিলিগুড়ি,১৭ আগস্টঃ শিলিগুড়িতে কয়েক কোটি টাকার সোনার বিস্কুট সহ তিনজনকে গ্রেফতার করল ডিআরআই।ধৃতদের নাম শেখর, থিয়াগরাজন এবং শ্রীকান্ত শান্তি ভিরন।ধৃত তিনজনই চেন্নাইয়ের বাসিন্দা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাসে অভিযান চালিয়ে সোনা সহ এই তিনজনকে গ্রেফতার করে ডিআরআই।ধৃতদের কাছে থাকা ব্যাগের মধ্যে তল্লাশি চালিয়ে ২৭ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে।প্রতিটি বিস্কুটের ওজন ১৬৬ গ্রাম।মোট ৪ কেজি ৪৮২ গ্রাম সোনার বিস্কুট তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে।যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১৫ লক্ষ টাকা।
ডিআরআই সূত্রে খবর,ধৃতরা প্রথমে সোনা নিয়ে ইন্দো মায়ানমার থেকে গুয়াহাটি পৌছায়।এরপর সেখান থেকে শিলিগুড়ি পৌছায় তারা।এখান থেকে কলকাতায় এই সোনা পাচারের উদ্দেশ্য ছিল।মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।