শিলিগুড়ি,২০ মেঃ ল্যাপটপ চুরি কান্ডে স্পা মালকিন সহ চারজনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।ধৃতরা হল স্পা মালকিন ছেম লহমু শিলাল ও তার বিশেষ বন্ধু কিরণ,আকাশ তামাং এবং উদিত রাই।এদের মধ্যে ছেম লহমু শিলাল,আকাশ এবং উদিত সিকিমের বাসিন্দা ও কিরণ বাগডোগরার বাসিন্দা।
গত ১৭ মে মাটিগাড়া থানার অন্তর্গত রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা মেঘনা নামে এক ছাত্রীর বাড়ি থেকে ল্যাপটপ চুরি যায়।এরপর ১৮ মে এই বিষয়ে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করে সে।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে প্রথমে আকাশ তামাংকে ধরে পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে আকাশ ল্যাপটপ চুরি করার পরে তা উদিত রাইয়ের কাছে দেয়।এরপর উদিত মাত্র দুহাজার টাকার বিনিময়ে ল্যাপটপটি স্পা এর মালকিন ছেম লহমু শিলালের কাছে বিক্রি করে দেয়।এরপর ল্যাপটপটি তার বিশেষ বন্ধু কিরণকে দেয়।
এদিকে তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, বিগত কয়েকদিন ধরে শহরে যে চুরির ঘটনাগুলি ঘটছে তাতে মাটিগাড়ার একটি শপিংমলে চলা স্পা এর মালকিন ছেম লহমু শিলাল ও তার বিশেষ বন্ধু কিরণের হাত রয়েছে।শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।