শিলিগুড়ি,২ জানুয়ারিঃ এনআরসির বিরুদ্ধে পদযাত্রায় অংশগ্রহণ করতে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ শিলিগুড়িতে এসে পৌঁছালেন।
আগামীকাল বেলা বারোটা নাগাদ পদযাত্রা হওয়ার কথা। পদযাত্রাটি মাল্লাগুড়ি থেকে শুরু হয়ে বাঘাযতীন পার্কে গিয়ে শেষ হবে। আগামীকালের এনআরসির বিরুদ্ধে পদযাত্রাকে ঘিরে তৃণমূল কর্মীদের উৎসাহ তুঙ্গে।
ইতিমধ্যেই জানা গিয়েছে, যে পাহাড় থেকেও প্রচুর সংখ্যক লোক এক পদযাত্রায় অংশগ্রহণ করতে আসছেন। এছাড়া শিলিগুড়ির প্রত্যেকটি ব্লকের থেকে তৃণমূল কর্মীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এছাড়াও শহরের বুদ্ধিজীবি মহলের কিছু অংশ এই পদযাত্রায় সামিল হবেন বলে জানা গিয়েছে।আগামীকাল মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে যাবেন।