আরজি কর কান্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়িতে মহামিছিল কংগ্রেসের

শিলিগুড়ি,১৪ সেপ্টেম্বরঃ আরজি কর কান্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়িতে মহামিছিল দার্জিলিং জেলা কংগ্রেসের।এদিনের মিছিলে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মিছিলটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়।


সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রীর উপিস্থিতি নিয়ে কটাক্ষ করেন অধীর চৌধুরী।বলেন, ‘সততার কাছে আজ মুখ্যমন্ত্রী হার মেনেছে’।পাশাপাশি সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী কল্যান সমিতি ভেঙে দেওয়ার প্রসঙ্গ তুলেও মুখ্যমন্ত্রীকে একহাত নেন।

তিনি বলেন,  ‘মুখ্যমন্ত্রীর কাছে প্রথম দিন থেকে একটাই দাবি করছিলাম, যারা আন্দোলন করছে তারা আপনার সন্তানসম। তাদের ক্ষোভ দুঃখ বুঝতে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনার উচিত তাদের সাথে গিয়ে কথা বলা। তিনি সে পথে না গিয়ে ছল,  কৌশলের আশ্রয় নিলেন। আন্দোলনকারীদের দৃঢ়তা,  সততার কাছে আজ বাংলার মুখ্যমন্ত্রী হার মেনেছেন। আজকে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে বাংলার মানুষের ক্ষোভ দেখে তাদের কাছে আত্মসমর্পণ করতে গেছে’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *