শিলিগুড়ি, ১২ এপ্রিলঃ শিলিগুড়ির সেবক রোডে মদের দোকানে চুরি।প্রায় লক্ষাধিক টাকার মদ চুরি গিয়েছে বলে জানা গিয়েছে।
লকডাউনের জেরে বন্ধ রয়েছে সমস্ত মদের দোকান।মদ নিয়ে বিভিন্ন জায়গায় চলছে কালোবাজারি।এই পরিস্থিতিতে শিলিগুড়ি সেবক রোডে মদের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, দোকানের পেছনের দরজা ভেঙে দোকানে ঢুকে কমদামী মদ থেকে শুরু করে দামী মদ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিরা।দোকানের সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স সহ ক্যামেরাগুলোকে ভেঙে ফেলা হয় বলে অভিযোগ।
দোকানের মালিক ত্রিদিপ রায় জানান, লকডাউনের কারণে দোকান বন্ধ রাখা হয়েছে। কিন্তু সিসিটিভি ক্যামেরায় প্রতিদিন নজর রাখা হত। দুদিন আগে ঝড় বৃষ্টি হওয়ার পর থেকে সিসিটিভি ক্যামেরা চলছিল না। এরপরই গতকাল সিসিটিভি ক্যামেরা কেন চলছে না তা দেখতে দোকানে আসেন তিনি।
এরপর তিনি দেখতে পান দোকানের সামনে সিসিটিভি ক্যামেরার তার কাটা রয়েছে এবং পেছনের দরজা ভাঙা অবস্থায় রয়েছে।এরপরই ঘটনার খবর দেওয়া হয় ভক্তিনগর থানায় পুলিশকে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।