শিলিগুড়ি,৩ মার্চঃ শিলিগুড়ির মহানন্দা নদীতে ভেসে উঠল প্রচুর মরা মাছ।গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, আজ দুপুরে নদীতে মরা মাছ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।এরপরই কয়েকশো মানুষ নদীতে ভিড় করেন এবং মাছ সংগ্রহ করতে নদীর দুপারে নেমে পড়েন তারা।ছোট থেকে বড় নানান ধরণের মাছ ধরতে শুরু করেন তারা।
প্রসঙ্গত,গত কয়েক মাস আগেও একইভাবে প্রচুর মাছ ভেসে উঠেছিল।সেই সময় পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে অক্সিজেন কম কিংবা নদী দূষণের কারণে এতো মাছ মারা যাচ্ছে।বিষয়টি নিয়ে সেইসময় উদবেগও প্রকাশ করেছিলেন পরিবেশবিদরা।ফের এই মরা মাছ ভেসে ওঠায় আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদেরা।যদিও এখনও পর্যন্ত পুরনিগমের কোনও আধিকারিক কিংবা মেয়র পারিষদরা ঘটনাস্থলে এসে পৌঁছাননি।