শিলিগুড়ি,৫ অক্টোবরঃ রাজ্যপালকে কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা।বৃহস্পতিবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজের সামনে রাজ্যপালকে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেসের ১ নম্বর টাউন কমিটি।ঘটনা ঘিরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।
১০০ দিন ও আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে এদিন রাজ্যপালকে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাজ্যপাল গেস্ট হাউজে ঢুকে গেলে ‘গো ব্যাক রাজ্যপাল’ শ্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গেট পেরিয়ে গেস্ট হাউজে ঢুকতে যায়। রাস্তায় বসেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা।যদিও তাদের আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
প্রসঙ্গত, সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে।আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যপাল।পরিদর্শন শেষে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে যান রাজ্যপাল।সেখানেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মীরা।
তৃণমূল গুন্ডা মাতাল নির্বোধ পাগল রাজনীতির “র” বলে তো কিছুই বোঝে না।
তার উপর বড় কথা