শিলিগুড়ি,৪ আগস্টঃ অপরাধ ঠেকাতে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখতে আরও সচেষ্ট হল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
শুক্রবার মাটিগাড়া থানা এলাকায় নতুন করে লাগানো প্রায় ৮০ টি সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম খুললো।এর ফলে থানায় বসেই পুলিশ কর্মীরা বিভিন্ন জায়গায় নজর রাখতে পারবেন। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরার সংখ্যা লাগাতার বাড়ানো হচ্ছে। শহরকে নিরাপত্তায় মুড়ে ফেলতে সিসিটিভি ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পুলিশ। সম্প্রতি প্রতিটি থানা এলাকাতেই সিসি ক্যামেরা লাগানো হচ্ছে।
শুক্রবার মাটিগাড়া থানায় নতুন সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী। মাটিগাড়ার খাপরাইল মোড়, বালাসন ব্রিজ, পরিবহন নগর, বিশ্বাস কলোনি সহ বিভিন্ন এলাকায় এই নতুন সিসিটিভি ক্যামেরাগুলি বসানো হয়েছে।