শিলিগুড়ি,৯ নভেম্বরঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ভুপেন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ বাজি বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম হরিমাধব শাহ।
জানা গিয়েছে,ধৃত ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ২২ ধরনের নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ।উদ্ধার হওয়া বাজির আনুমানিক বাজার মূল্য ৭০ থেকে ৮০ হাজার টাকা।
উল্লেখ্য,এইবছর করোনা আবহে দীপাবলি,কালীপূজা এবং ছটপূজায় বাজি নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট।সেইমতো বাজি বিক্রি রুখতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চলছে পুলিশের।এদিকে গতকাল রাতে গোপন সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে যে ভুপেন্দ্রনগরে একটি দোকানে বেআইনিভাবে বাজি বিক্রি করা হচ্ছে।এরপরই অভিযান চালিয়ে হরিমাধব শাহ নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।