শিলিগুড়ি,২৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দিলেন মেয়র গৌতম দেব।
শিলিগুড়ি পুরনিগমের মেয়র রিলিফ ফান্ড থেকে এই আর্থিক সাহায্য করা হয়।পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে ক্ষতিগ্রস্তদের তিন বেলা খাবারের ব্যবস্থা করার পাশাপাশি তাদের হাতে ট্রাঙ্ক ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।অন্যদিকে শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা তাদের টিফিনের টাকা জমিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে শীতের গরম কম্বল এবং খাবার প্লেট তুলে দেয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় শর্মা, মিলি সিনহা সহ মেয়র পারিষদের সদস্যরা।
গৌতম দেব বলেন, এখানে আপতকালীন পরিস্থিতিতে বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।তার জন্য আমরা কৃতজ্ঞ।