শিলিগুড়ি,৩১ আগস্টঃ পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে শিলিগুড়িতে পালিত হল সাধারণ গ্রন্থাগার দিবস।
বুধবার দুপুরে শিলিগুড়ির বঙ্গীয় সাহিত্য পরিষদ মহকুমা গ্রন্থাগারের সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরনিগমের মেয়র পারিষদ শোভা সুব্বা সহ গ্রন্থাগার দপ্তরের আধিকারিকেরা। এদিন প্রদীপ প্রজ্জালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
শিলিগুড়ি মহকুমা পরিষদের বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারের অন্তর্গত মোট ২৮টি গ্রন্থাগার রয়েছে।যার মধ্যে ২৩টি সচল ও ৫টি বন্ধ রয়েছে।এদিন এই অনুষ্ঠান থেকে সেরা পাঠক হিসেবে ৪৬ জনকে সম্মানিত করা হয়।তবে পর্যাপ্ত কর্মীর অভাবে বন্ধ রয়েছে শিলিগুড়ির পাঁচটি গ্রন্থাগার।এর মধ্যে গ্রামীণ এলাকায় ৩টি ও শহর এলাকায় ২টি রয়েছে।তবে কর্মী সমস্যা মিটিয়ে এইগুলো শীঘ্রই খুলে দেওয়া হবে বলে আশ্বাস দেন মেয়র গৌতম দেব।
গৌতম দেব বলেন, কর্মীর অভাবের কারণে পাঁচটি লাইব্রেরী এই মুহূর্তে বন্ধ রয়েছে।তবে বিষয়টি নিয়ে গ্রন্থাগার দপ্তরের সাথে কথা বলে এই সমস্যা মিটিয়ে লাইব্রেরীগুলি আমরা খুলে দেব।