শিলিগুড়িতে পানীয় জলের সংকট মেটাতে তৎপর পুরনিগম

শিলিগুড়ি,১১ নভেম্বরঃ শিলিগুড়িতে পানীয় জলের সংকট মেটাতে মেগা প্রোজেক্টের কাজ শুরু করতে তৎপর পুরনিগম।ইতিমধ্যেই শুরু হয়েছে সেই জল প্রকল্পের সমীক্ষা।শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, সেচ দপ্তর ও বনদপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মেয়র গৌতম দেব।


বর্তমান সময়ে ফুলবাড়ি মহানন্দা নদী থেকে পর্যাপ্ত জল আসে না।মাত্র ৫৫ MLD জল আসে শিলিগুড়িতে।তবে এই মুহূর্তে শিলিগুড়ি জলের প্রয়োজন ৭৭ MLD ।এখনও শহরের একাধিক জায়গায় বাড়ি-বাড়িতে জল পৌঁছাতে পারেনি।এদিকে শহরে বেড়েই চলছে জনসংখা।দিন দিন জলের সংকট দেখা দিচ্ছে।তাই ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে শুরু হবে কাজ।গজলডোবাই তৈরি করা হবে মেগা প্রোজেক্ট।সেখান থেকে পাইপের মাধ্যমে নিয়ে আসা হবে জল ফুলবাড়িতে।এরপর সেখান থেকে শিলিগুড়িতে জল দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *