শিলিগুড়ি,৯ আগস্টঃ পাব থেকে মারধর করে ধাক্কা দিয়ে যুবতিদের বের করে দেওয়ার অভিযোগ।ঘটনায় গ্রেফতার পাবের দুই কর্মী।
শিলিগুড়ির একটি পাবে এমন ঘটনা সামনে আসার পর এবার কড়া পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে শিলিগুড়ি পুলিশকেও। ঘটনার সূত্রপাত হয় গত ৪ আগস্ট। দাগাপুরের বাসিন্দা দুই যুবতি বন্ধুদের সঙ্গে মাটিগাড়ার বিয়ার রিপাবলিক নামে একটি পাবে গিয়েছিলেন।অভিযোগ,সেখানে প্রথমে এক মহিলা বাউন্সার তাদের সঙ্গে দুর্ব্যবহার করে।এরপর পাবের মালিক কিরত সিংও তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং পাবের পুরুষ বাউন্সার দিয়ে দুই যুবতিকে মারধর করে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়।
এরপরই সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনা নিয়ে সোচ্চার হয় ওই দুই যুবতি।কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।এদিকে অভিযোগ,সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই দুই যুবতিকে হুমকি দিতে শুরু করেন পাব বালিক কিরত সিং।এরপর ৭ আগস্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুজন।ডিসিপি কুনওয়ার ভূষণ সিং এর সঙ্গে দেখা করে এই বিষয়ে কথাও বলেন দুই যুবতি।
এরপর সোমবার রাতে টিঙ্কু রোজাসিও(৩৯) ও অমিত কুমার সিং(৩১) নামে বিয়ার রিপাবলিকের দুই কর্মীকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ।তারা বাউন্সারের কাজ করে বলে জানা গিয়েছে। তবে ঘটনার পর থেকেপাব মালিক কিরত সিং পলাতাক বলে জানিয়েছে পুলিশ। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। এদিকে এই পাবের বিরুদ্ধে এর আগেও একই অভিযোগ এনেছেন অনেকে। কয়েক বছর আগে ৯ নম্বর ওয়ার্ডেরও এক যুবক একইভাবে ওই পাব কর্তৃপক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। মাটিগাড়া থানাতেও অভিযোগ দায়ের হয়েছিল।
