শিলিগুড়ি,২৮ ডিসেম্বরঃ নতুন বছরের শুরু থেকেই শিলিগুড়ির প্রধান রাস্তাগুলিতে নিষিদ্ধ হচ্ছে বিনা নম্বরের টোটো। ইতিমধ্যেই পুলিশের তরফে মাইকিং শুরু হয়েছে।
হিলকার্ট রোড, বিধান রোড, সেবক রোড সহ শহরের প্রধান রাস্তাগুলিতে শুধুমাত্র টিন নম্বর ও স্থায়ী নম্বরের টোটো চলবে।গত কয়েকমাসে শিলিগুড়িতে স্থায়ী নম্বরের টোটো সহ বিনা নম্বরের টোটোও চলাচল করছে। আর তাতে যানজট সমস্যা আরও বেড়েছে। সেকারণেই নতুন পুলিশ কমিশনার ডিপি সিং আসতেই এই সমস্যা নিয়ে আলোচনায় বসেন। আগামী ১ জানুয়ারি থেকে বিনা নম্বরের টোটো শিলিগুড়ির প্রধান রাস্তাগুলিতে চললে ট্রাফিক পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জাতীয় ও রাজ্য সড়কে সমস্ত টোটো চলাচল নিষিদ্ধ হচ্ছে।
সোমবার শিলিগুড়িতে মৈনাক ট্যুরিস্ট লজে জেলাশাসক শশাঙ্ক শেঠীর সঙ্গে আলোচনায় বসেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। সেই আলোচনায় যানজট সমস্যা নিয়েও কথা হয়। মন্ত্রী বলেন, আগামী মাসেই পরিবহন দপ্তরের পাশাপাশি পুলিশের সঙ্গেও এই সমস্যা নিয়ে আলোচনা বসবেন।