শিলিগুড়ি, ৮ মেঃ হাতে নেই লাঠি, কোমরে নেই পিস্তল।তার বদলে পুলিশের হাতে হারমোনিয়াম, মাউথ অর্গান।রাস্তায় রাস্তায় ঘুরে গাইলেন রবীন্দ্র সঙ্গীত।আর পুলিশকে এই ভূমিকায় দেখে হাসিমুখে মোবাইল ক্যামেরায় ছবি তুললেন সাধারণ মানুষ।
শুক্রবার রবীন্দ্রজয়ন্তী।কিন্তু করোনার জেরে এবার ঘরবন্দি মানুষ।লকডাউনে অনুষ্ঠানও বাতিল সর্বত্র।পাড়ায় কিংবা শহরের বিভিন্ন জায়গায় রবীন্দ্র মূর্তি, প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে যে যার বাড়িতে চলে যান।
তবে শহরবাসীকে খুশি করতেই করোনার সচেতনতার পাশাপাশি মানুষের মনোবল বাড়াতে শিলিগুড়ির রাস্তায় রাস্তায় ঘুরে গান গাইলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা। গতকালই এডিজি আইনশৃঙ্খলার তরফে প্রতিটি থানাকে জানানো হয় রবীন্দ্রজয়ন্তী পালনের পাশাপাশি করোনা সচেতনার গানও বাজাতে হবে। সেইমতো বিভিন্ন জেলায় নানা উদ্যোগ নিয়েছে পুলিশ।
এদিন শিলিগুড়ির গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে গিয়ে পুলিশ কর্মীরা রবীন্দ্রসঙ্গীত শোনান শহরবাসীকে।শুধু গান নয়, তার সঙ্গে তবলায়ও সুদক্ষতার পরিচয় দেন পুলিশ কর্মীরা।আর পুলিশের গলায় গান শুনে বেজায় খুশি শহরবাসী।জরুরী কাজের জন্য যারা বাড়ির বাইরে বেরিয়েছিলেন তারাও সামান্য দাড়িয়ে গেলেন।গান শোনার পাশাপাশি মোবাইলে ছবিও যেমন তোলেন তেমনি প্রশংসাও করেন।