শিলিগুড়ি,২ নভেম্বরঃ রেশন বিলিতে ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ৷ দিনের পর দিন চাল, আটা আসলেও বাসিন্দাদের তা দেওয়া হচ্ছেনা৷ এমনকি আগেভাগে আঙুলের ছাপ নেওয়া হলেও রেশন বিলি করা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের৷বুধবার ২৮ নম্বর ওয়ার্ডের বাগরাকোট এলাকায় রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ডাকা হয় পুলিশকেও। পরে খবর পেয়ে সেখানে যান কাউন্সিলর সম্প্রীতা দাস। অভিযোগ পেতেই ফুড সাপ্লাই অফিসের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ,রেশন ডিলার সঞ্জয় কুমার গুপ্তা বহুদিন ধরেই এলাকার বাসিন্দাদের রেশনের সামগ্রী দিচ্ছেন না। বাসিন্দারা রেশন দোকানে গেলে তাঁদের বলা হয় চাল, আটা কম রয়েছে। বুধবার সকালে দুয়ারে সরকার শিবিরে যাওয়ার জন্য চাল নিয়ে বের হলে ডিলারকে আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। শিলিগুড়ি থানার পুলিশকে খবর দেন। কাউন্সিলরও আসেন। পরে ফুড সাপ্লাই অফিসের আধিকারিকদেরও জানানো হয়। বাসিন্দাদের অভিযোগ, আঙুলের ছাপ নেওয়া হলেও রেশন দেওয়া হয়নি। রেশন বিলিতে কারচুপি হয়েছে। কয়েক সপ্তাহ ধরে রেশন বকেয়া রয়েছে।
এদিন কাউন্সিলরও ডিলারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। ফুড সাপ্লাই অফিসে ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলে জানান কাউন্সিলর সম্প্রীতা দাস।