৪৪ তম দাবা অলিম্পিয়াড নিয়ে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক দাবা সমিতির সদস্যদের  

শিলিগুড়ি,৭ জুলাইঃ ভারতের চেন্নাই শহরে আয়োজিত হতে চলেছে ৪৪ তম দাবা অলিম্পিয়াড।তার আগে দেশজুড়ে শুরু হয়েছে প্রতীকী প্রচার।বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন নেহুরু যুব কেন্দ্র দার্জিলিং এবং দার্জিলিং ও জলপাইগুড়ির জেলা দাবা সমিতির সদস্যরা।


তারা জানান, গত ১৯ জুন দিল্লি থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৃথিবীর প্রথম চেজ অলিম্পিয়াডের টর্চ এর শুভ সূচনা করেছেন।এবছর ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের ৭৫টি গুরুত্বপূর্ণ শহর পরিদর্শন করবে এই চেজ অলিম্পিয়াডের টর্চ। শুক্রবার চেজ অলিম্পিয়াডের টর্চ নিয়ে গ্র্যান্ড মাস্টার সম্ভাব্য মিতব্য ঘোষ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবেন।শিবমন্দির,নৌকাঘাট,জলপাইমোড়,সেবক রোড হয়ে শহরের একাধিক প্রান্ত পরিদর্শন করে সালুগরা মনেস্ট্রি পৌঁছাবে।সেখানে একটি সংবর্ধনা অনুষ্ঠান হবে।

অন্যদিকে এই ৪৪তম দাবা অলিম্পিয়াডে ১৮৮টি দেশ অংশগ্রহণ করছে।প্রতিটি দেশ থেকে দুজন করে খেলোয়াড় অংশগ্রহণ করবেন।যার মধ্যে মহিলা এবং পুরুষ উভয়ই থাকছে।চেন্নাইয়ের ২৮ জুলাই থেকে ১০ আগস্ট এই দাবা অলিম্পিয়াড খেলা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *