শিলিগুড়ি,৬ মার্চঃ ইনার হুইল ক্লাবের তরফে শিশুদের জন্য আয়োজিত হতে চলেছে কিডস কার্নিভ্যাল। এই কার্নিভ্যাল থেকে উপার্জিত অর্থ দিয়ে একটি সংস্থার হাতে তুলে দেওয়া হবে একটি অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্স দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখেই দেওয়া হবে।দুঃস্থ মানুষেরা খুব কম খরচে যাতে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যেতে পারেন সেকারনেই তাদের এই উদ্যোগ।
এদিন শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে সংগঠনের সভাপতি মনীষা গর্গ জানান, তারা মূলত সমাজকল্যাণমূলক কাজ করে থাকেন।এবছর তারা একটি সংস্থাকে অ্যাম্বুলেন্স দিতে চলেছেন, সেই কারনেই শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে ১০ এবং ১১ মার্চ একটি প্রদর্শনী ও কার্নিভ্যাল তারা আয়োজিত করছেন। এখানে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে স্টল আসতে চলেছে। ছোটদের জন্য ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, পাপেট শো সহ আরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সমস্ত করোনাবিধিও এই কার্নিভালে মানা হবে বলে জানানো হয় সংগঠনের তরফে।