শিলিগুড়ি,১৩ মার্চঃ শিলিগুড়ির বিধান মার্কেটে সোনার দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক ও যুবতী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, এদিন দুপুরে একটি সোনার দোকানে ঢোকে ওই দুজন। সেখানে সোনার আংটি দেখছিলেন। সেসময় দুটি আংটি আঙুলের মাঝে ঢুকিয়ে তারা বেরিয়ে যায়। কিছুক্ষণ পর দোকান মালিক বিষয়টি বুঝতে পারেন। বিধান রোড থেকে দু’জনকে ধরা হয়। তল্লাশি চালাতে গিয়ে দুজনের কাছ থেকে আংটি গুলি পাওয়া যায়। এদিকে ওই দোকানের পাশেও আরেকটি দোকানে কয়েকদিন আগে ওই যুবক, যুবতী যায়। সেখানেও আংটি চুরি করে বলে অভিযোগ। দুজনকে দোকানের মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেন ব্যবসায়ীরা। পরে শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।