শিলিগুড়ি,৮ সেপ্টেম্বরঃ ১০ মাসের শিশু সহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।শিলিগুড়ির চয়নপাড়া এলাকার ঘটনা।অভিযুক্ত স্বামীর শাস্তির দাবিতে এবং সন্তানের ভরণপোষণের দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী।
জানা গিয়েছে,২০১৯ সালে শিলিগুড়ির চয়নপাড়ার বাসিন্দা প্রণবেন্দু চৌধুরীর সাথে বিয়ে হয় নকশালবাড়ির হাতিঘিসার বাসিন্দা লিলি দাসের।অভিযোগ,বিয়ের পর থেকেই লিলি দাসের ওপরে অত্যাচার চালাতো স্বামী সহ তার শ্বশুরবাড়ির লোকজন।এছাড়াও সন্তান হওয়ার পরেও লিলি দাসের ওপরে অত্যাচার চালানো হতো।বেশ কয়েকবার নানা অজুহাত দিয়ে বাপের বাড়িতেও রেখে আসা হতো লিলি দাসকে।দুসপ্তাহ আগেও লিলি দেবীকে বাপের বাড়িতে চলে যেতে বলা হয় এবং পরে বাপের বাড়ি থেকে ফিরে আসতে চাইলে তাকে ফিরতে মানা করা হয়।
লিলি দাস আরও অভিযোগ করে বলেন, তার স্বামীর এর আগেও দুবার বিয়ে হয়েছিল।এছাড়াও একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তার স্বামীর এবং সেই পক্ষের একটি মেয়েও রয়েছে।এইসব কিছুই তাদের কাছে গোপন করা হয়েছিল।
পাশাপাশি প্রনবেন্দু চৌধুরী লিলি দাসকে জানান, যে তার চাকরি চলে গিয়েছে এবং আগামীতে তাকে ভরণপোষণ দিতে পারবেন না তিনি।যদিও পরে লিলি দেবী জানতে পারেন যে তার স্বামীর চাকরি রয়েছে এবং এখন তাকে ডিভোর্স দিয়ে অফিসের এক সহকর্মীকে বিয়ে করতে চায় তার স্বামী।এছাড়াও অভিযোগ, প্রনবেন্দু বাবুর জামাইবাবু পুলিশে কাজ করেন এবং তিনিও বেশ কয়েকবার হুমকি দিয়েছেন লিলি দেবীকে।
লিলি দেবী জানান, গত ১৫ আগস্ট এই বিষয়ে আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছিলেন তিনি।কিন্তু অভিযোগ,পুলিশের তরফে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।এরপর আজ ফের লিলি দাস পুলিশের দ্বারস্থ হন।