শিলিগুড়ি,১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির তিনবাত্তিতে তিস্তা ব্যারেজ প্রকল্পের অফিস বন্ধ করে দিয়ে বিক্ষোভে শামিল জমিদাতারা।পাশাপাশি তিনবাত্তিতে কিছুক্ষণ আগে পথ অবরোধও হয়।যদিও পরবর্তীতে এনজেপি থানার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধ উঠিয়ে দেয়।তারপরেই আন্দোলনকারীরা তিনবাত্তিতে তিস্তা ব্যারেজ প্রকল্পের যে অফিস রয়েছে সরকারি আধিকারিকদের সেখান থেকে বের করে অফিসে তালা ঝুলিয়ে দেন।
জমিদাতাদের তরফে নজরুল রহমান বলেন,১৯৮৪ সাল থেকে ২০০৬ সাল অবধি দফায় দফায় তিস্তা ব্যারেজ প্রকল্পের জন্য জমি নেওয়া হয়েছিল।কিন্তু সেই জমি নেওয়ার জন্য আংশিক ক্ষতিপূরণ দেওয়া হলেও সরকারের কথামতো পরিবারের কাওকে এখনও অবধি চাকরি দেওয়া হয়নি।যে কারণে প্রায় ৬০০ জন জমিদাতা আজ বিক্ষোভে শামিল হয়েছেন।