শিলিগুড়ি,১৭ ডিসেম্বরঃ শিলিগুড়িতে তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা।সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার ঘোষণা করেন প্রাক্তন কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর আরোরা। ইতিমধ্যেই পদত্যাগ পত্র জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের কাছেও পাঠানো হবে বলে জানিয়েছেন দীপঙ্কর আরোরা। এদিকে দল ছেড়ে দলের কয়েকজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। নাম না করেই অভিযোগ করে বলেন কয়েকজনের জন্য দল শিলিগুড়িতে ক্ষমতায় আসতে পারছে না। অনেকে নানা দুর্নীতির সঙ্গে যুক্ত।পাশাপাশি বলেন, আরও অনেকেই আছে যারা দল ছাড়বে।তবে নানা কারণে সামনে আসছেন না।শুভেন্দু অধিকারী যে দলে যাবেন সেখানেই যোগ দেবেন বলে জানান দীপঙ্কর আরোরা।
অন্যদিকে দীপঙ্কর আরোরার দলত্যাগ নিয়ে অতিরিক্ত কিছু বলতে নারাজ তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার। তিনি জানান, দীপঙ্কর আরোরা ব্যাক্তিকেন্দ্রিক রাজনীতি করে থাকে। উনি দলের রাজনৈতিক কোনো কর্মীই নয়, শুধু সমর্থক মাত্র। এর আগেও তিনি দল ছেড়েছিলেন, আবারও তিনি এই দলেই ফিরে আসবেন।