শিলিগুড়ি,৯ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে তৈরি হতে চলেছে নতুন শিক্ষাভবন।এদিন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডঃ সুপ্রকাশ রায়।
তিনি জানান, পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে একটি বন্ধ শিশু বিদ্যালয়ে এই শিক্ষাভবন তৈরির কথা রয়েছে। বেশ কয়েকবছর ধরেই স্কুলটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কোনো ছাত্রছাত্রী নেই এই স্কুলে।ফলে এই স্কুলটিতেই শিক্ষাভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে প্রস্তাবটি দেওয়া হয়েছে। সেখান থেকে সাড়া মিললেই কাজ শুরু হবে।২ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয় হবে এই ভবন নির্মাণে। এই শিক্ষাভবন তৈরি হলে শিক্ষাবিভাগের বিভিন্ন অফিস একই ছাদের তলায় চলে আসবে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই শিলিগুড়িতে শিক্ষাভবন তৈরির চেষ্টা চলছিল।তবে বিভিন্ন কারনে সম্ভব হচ্ছিল না।এবারে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।