শিলিগুড়ি,১১ জানুয়ারিঃ ভরদুপুরে প্রায় পঞ্চাশ জন দুষ্কৃতির আক্রমণের শিকার হলেন ফকদইবাড়ির বাসিন্দা সুশীল রায় ও তার পরিবার।
জানা গেছে, রবিবার রাতে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে। সেইসময় ঝামেলা থামাতে সুশীল রায় ও স্থানীয় বেশকয়েকজন ঘটনাস্থলে গিয়েছিলেন। এরপর হঠাৎই আজ দুপুরে প্রায় পঞ্চাশ জনের একটি দল আগ্নেয়াস্ত্র নিয়ে সুশীল রায়ের বাড়িতে হামলা চালায়। ইট, পাটকেলও ছোড়ে তার বাড়িতে। সুশীল রায় সামান্য আহত হন।যদিও তার ছোট ছেলে টিটু রায় গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।
সুশীল রায় জানান, দুষ্কৃতীদের কাউকেই তিনি চেনেন না। তাদের সাথে ব্যাক্তিগত কোনো আক্রোশও ছিলনা। গতকাল রাতের ঝামেলাকে ঘিরেই আজ তার ও তার পরিবারের ওপর আক্রমন করা হয়। গোটা ঘটনায় আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দা বিক্রম মুখার্জি জানান, গতকাল রাতে ফকদইবাড়ির বাসিন্দা পিন্টু লোহারের বিরুদ্ধে সোনার চেন চুরির অভিযোগ করে এই আক্রমনকারীদের দল। আক্রমণকারীরা মদ্যপ অবস্থায় ছিল।তবে তখনই রাস্তা থেকে সোনার চেন খুজে পেয়ে তাদের হাতে তুলে দেন স্থানীয়রা। এরপর আজ হঠাৎ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের আক্রমনে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।