শিলিগুড়ি,৫ সেপ্টেম্বরঃ মানুষকে ভুল বুঝিয়ে সোনার অলঙ্কার আদায়।শিলিগুড়িতে পুলিশের ফাঁদে চার যুবক।সম্প্রতি শিলিগুড়িতে কিছু মহিলা এবং পৌঢ়-পৌঢ়াদের কাছে যাচ্ছিল কিছু যুবক।তাদেরকে নানা প্রলোভন দেখিয়ে এবং ভুল বুঝিয়ে তাদের থেকে সোনার অলঙ্কার নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিতো সেই দুষ্কৃতীরা।
কিছুদিন আগে এক মহিলা শিলিগুড়ি থানায় অভিযোগ জানান যে কিছু ছেলে তাদের কাছে এসে ভুল বুঝিয়ে তার কাছ থেকে কিছু সোনার অলঙ্কার নিয়ে চলে গিয়েছে।এরপরই ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ এবং গ্রেফতার করা হয় কিশোর রায়,অর্জুন মালি,নারু মালি এবং রাজু শাহ নামে চার যুবককে।এদের মধ্যে অর্জুন মালি কোচবিহারের বাসিন্দা ও বাকি তিনজনই শিলিগুড়ির বাসিন্দা।
ধৃতদের কাছ থেকে বেশকিছু সোনার অলঙ্কার,মোবাইল ফোন ও স্কুটি পেয়েছে শিলিগুড়ি থানার পুলিশ।ধৃতদের পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,তারা আরও বিভিন্ন অপরাধমূলক ঘটনার সাথে জড়িত রয়েছে।
শনিবার শিলিগুড়ি থানায় ডিসিপি জয় টুডু সাংবাদিক বৈঠক করেন।বৈঠকে তিনি জানান, এই যুবকেরা শিলিগুড়ির বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ফাঁদে ফেলে তাদের থেকে সোনার অলঙ্কার লুট করে নিচ্ছিল।ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করা হয়েছে।এদের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।