শিলিগুড়ি,২৭ মেঃ শিলিগুড়ি থানায় ‘উৎসর্গ’ রক্তদান শিবিরের আয়োজন।শুক্রবার শিলিগুড়ি থানার ব্যবস্থাপনায় এবং শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসিপি জয় টুডু।ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন তিনি।
এদিনের শিবিরে শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।এছাড়াও স্থানীয়রাও রক্তদান করতে এগিয়ে আসেন।শিবিরে সংগৃহীত রক্ত শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে।

