শিলিগুড়ি,৩ জুনঃ করোনা নিয়ে সচেতন তরিবাড়ির গ্রামবাসীরা।শিলিগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তরিবাড়ি।প্রায়ই শহরের মানুষ শহরের হট্টগোল থেকে বাঁচতে মনোরম পরিবেশকে উপলব্ধি করতে তরিবাড়ি ঘুরতে যেতেন।তবে বর্তমান পরিস্থিতিতে বাইরের মানুষদের এই গ্রামে প্রবেশ বন্ধ।গ্রামে প্রবেশের রাস্তায় বাঁশ লাগিয়ে দিয়েছেন গ্রামবাসীরা।কেবল মাত্র প্রয়োজনীয় কাজেই বাইরে যাচ্ছেন স্থানীয়রা এবং বাইরে থেকে গ্রামের ভেতরে প্রবেশের আগে নিজেকে পুরোপুরিভাবে স্যানিটাইজ করে নিচ্ছেন।পাশাপাশি ছোট থেকে বড় সকলের মুখেই রয়েছে মাস্ক।
গ্রামবাসীরা জানান, পঞ্চম দফার লকডাউনে বেশকিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার।কিন্তু আমরা করোনা থেকে বাঁচতে সচেতন রয়েছি এবং আমাদের গ্রামে এখনই বাইরের কাউকে প্রবেশ করতে দিচ্ছি না।