শিলিগুড়ি,২৭ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী স্টেশন।যার সঙ্গে জড়িয়ে আছে কয়েকশো বছরের ইতিহাস।গান্ধীজি থেকে শুরু করে রবীন্দ্রনাথ, মাদার টেরেসা সহ আরও অনেকে এই স্টেশনে এসেছিলেন।কিন্তু সময়ের সঙ্গে বদলে গিয়েছে ঐতিহ্যবাহী শিলিগুড়ির টাউন স্টেশন।বিশ্ব পর্যটন দিবসে স্টেশনের হারিয়ে যাওয়া সেই গৌরবকে ফিরিয়ে আনতে প্রয়াস নেওয়া হল।
শহরের স্বার্থে এই স্টেশনকে ফের একবার গৌরবের জায়গায় পৌঁছে দিতে শহরের বিভিন্ন মহলের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের সদস্যরা।সোমবার বিশ্ব পর্যটন দিবসে শিলিগুড়ি টাউন স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সংগঠনের তরফে।পুরোনো স্টেশনে ছবি প্রদর্শনী, ছবি আঁকা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পুরনিগমের প্রশাসক গৌতম দেব।
স্টেশন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গৌতম দেব জানান, বহু বছরের এই স্টেশনের জরাজীর্ণ অবস্থা।কোনও দেখভাল নেই।অথচ অনেকে ছোটবেলায় এই স্টেশনে এসেছেন।আমিও অনেক এসেছি। কিন্তু সঠিকভাবে স্টেশনকে রক্ষনাবেক্ষণ করা হয়নি।যার ফলে আজকে এই অবস্থা।
অন্যদিকে অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের তরফে রাজ বসু বলেন, শিলিগুড়ি টাউন স্টেশনে বহু স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে অনেকেই এসেছেন।একসময় টয়ট্রেন এখান থেকে ছাড়তো।অথচ এখন এই স্টেশনের বেহাল অবস্থা।তাই ফের এই স্টেশনকে পর্যটন ও শহরের গৌরবের জন্য এক জায়গায় পৌঁছে দিতে আজকে এই বিশেষ অনুষ্ঠান করা হয়েছে।