শিলিগুড়ি,২০ অক্টোবরঃ আর কয়েকদিন পরেই শ্যামা পুজো।এবার ৭৫ তম বর্ষে শহরবাসীকে বিশেষ চমক দিতে চলেছে শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাব।তাদের এবছরের কালীপূজোর বিশেষ আকর্ষণ ‘ডোকরা’ শিল্পের মণ্ডপ।
বৃহস্পতিবার বিবেকানন্দ ক্লাবের সদস্যরা একটি সাংবাদিক বৈঠক করেন।বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি পীযূষ কান্তি ঘোষ,সম্পাদক নিলয় চক্রবর্তী সহ অন্যান্যরা।তারা জানান, চলতি বছর বিবেকানন্দ ক্লাবের ৭৫ তম বর্ষ।এই বছরকে স্মরণীয় করে রাখতে সারাবছরই নানান সামাজিক কাজ ও নানান প্রতিযোগিতামূলক খেলাধুলোর আয়োজন করবেন তারা।এছাড়াও এবার তাদের কালীপূজোর মণ্ডপে ঐতিহাসিক “ডোকরা” শিল্পকে তুলে ধরা হবে।রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ কুইলা এই মন্ডপ সাজানোর দায়িত্বে রয়েছেন।আগামী ২২ তারিখ অভিনেত্রী পাওলি দাম পুজোর উদ্বোধন করবেন।