শিলিগুড়ি,২৩ এপ্রিলঃ বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ড জীবাণুমুক্ত করা হল।এদিন ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র অশোক ভট্টাচার্যের উপস্থিতিতে এই জীবাণুমুক্তকরণের কাজ করা হয়।
এদিন মেয়র বলেন,ওয়ার্ড এর আগেও জীবাণুমুক্ত করা হয়েছে।তবে একটি এলাকা বাদ পড়েছিল।সেই এলাকাটি জীবাণুমুক্ত করা হল।
এছাড়াও তিনি এদিন কটাক্ষ করে বলেন,ইতিমধ্যেই বেশ কয়েকটি সরকারী দপ্তর খুলেছে।শিলিগুড়ি পুরনিগমের বেশ কয়েকটি বিভাগেও কাজ শুরু হয়েছে।তবে কাজে মনোযোগ কম রয়েছে কিছু সরকারী কর্মীদের।তারা চাইছেন লকডাউন আরও দীর্ঘ হোক।