শিলিগুড়ি,২৪ মেঃ গান-বাজনার সাথে যুক্ত শিল্পীদের সম্মানিত করে আজ থেকে শুভসূচনা হল শিলিগুড়ি মিউজিক সোস্যাইটি অ্যান্ড ওয়েলফেয়ার এর।
লকডাউনে শিল্পীরা রয়েছেন ঘরবন্দী।অনেকেই বাড়িতে গানের টিউশন করান,আবার অনেকেই স্টেজ শো করে থাকেন।তবে প্রায় মাসদুয়েক হল এসব বন্ধ রয়েছে।ফলে এক মানসিক সমস্যার মধ্যেও ভুগছিলেন তারা।এর মধ্যে থেকে শিল্পীদের বের করে এনে তাদের প্রাপ্য সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নান্টু পাল,স্বামী রাঘবানন্দ মহারাজ।শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত শহরের বেশকিছু সাংবাদিকদেরও সম্মান জানান তারা।সংস্থার তরফে বাবলু তালুকদার জানান,তিনি নিজেও একজন শিল্পী ছিলেন।তাই এই দুর্দিনেও তিনি সকল শিল্পীদের একত্রিত করে রাখতে চেয়েছেন।তিনি জানান,আগামীদিনে তারা সাধারণ মানুষের পাশাপাশি শিল্পীদের কল্যানেও কাজ করবেন।