শিলিগুড়ি, ৩০ জুলাইঃ শিলিগুড়িতে সিম বক্স উদ্ধারের ঘটনায় গ্রেফতার হল এক মাস্টারমাইন্ড।বিহার থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।ধৃতের নাম অঞ্জনি কুমার স্বতন্ত্র।
জানা গিয়েছে, গত ২৭ তারিখ শিলিগুড়ির মাটিগাড়া ও প্রধাননগর থানা অন্তর্গত তিনটি জায়গা থেকে মোট ৫টি সিমবক্স উদ্ধার করে স্পেশাল টাস্ক ফোর্স।এই ঘটনায় গ্রেফতার হয় তিনজন।এরপরই অঞ্জনি কুমারের নাম সামনে আসে।
ঘটনার তদন্তে নেমে বিহারে গিয়ে অঞ্জনি কুমারকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ।সেখানে আদালতে পেশ করে ধৃতকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসা হয়।মঙ্গলবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত মে মাসে ফুলবাড়িতে একটি মোবাইলের দোকান থেকে সিমবক্স উদ্ধার হয়।এই সিম বক্স ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ চালানো হচ্ছিল।গোটা সিমবক্স কান্ডের তদন্তে স্পেশাল টাস্ক ফোর্স এবং মাটিগাড়া থানার পুলিশ।