বিবাহবিচ্ছেদ মামলায় হার! সীমা চৌধুরীর প্রতি সাহায্যের হাত

শিলিগুড়ি, ২৮ আগস্টঃ বিবাহবিচ্ছেদ মামলায় হেরে গিয়েছেন।কোনোরকম ভরণপোষণ পাননি।বর্তমানে বাড়ি ছাড়া সীমা চৌধুরী।এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে আইনি লড়াইয়ে সাহায্যের আর্জি জানিয়েছিলেন তিনি।তার এই আবেদনে সাড়া দিয়ে সীমা চৌধুরীকে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন সৃষ্টি ফাউন্ডেশন।


রবিবার সীমা চৌধুরীর পাশে এসে দাঁড়ান সৃষ্টি ফাউন্ডেশনের সভাপতি গৌতম গোস্বামী।এদিন সীমা দেবীর সঙ্গে কথা বলে তার পাশে থাকার আশ্বাস দেন এবং সমস্তরকম আইনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি।পাশাপাশি তার মাসিক বাড়ি ভাড়া ও দৈনিক খরচের দায়িত্ব নেন গৌতম গোস্বামী।

প্রসঙ্গত, চলতি মাসে ২৪ তারিখ বিবাহবিচ্ছেদ মামলায় স্বামীর কাছে হেরে যান সীমা চৌধুরী।অভিযোগ, একতরফা বিবাহবিচ্ছেদ করা হয়েছে।বর্তমানে বাড়ি ছাড়া রয়েছেন তিনি। ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগরে একটি টিনের চালা ঘরে ভাড়া রয়েছেন। এই অবস্থায় আইনি লড়াইয়ে সাহায্যের আর্জি জানান।সেই খবর শিলিগুড়ি টাইমসে সম্প্রচার হতেই তার পাশে এসে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন সৃষ্টি ফাউন্ডেশন।


এদিন সীমা চৌধুরী বলেন, স্বইচ্ছায় আমার প্রাপ্য যদি আমায় ফিরিয়ে না দেয় তাহলে আমায় আইনি সহযোগিতা নিতে হবে।আমার কোন দাবি নেই তবে যতটুকু আমার প্রাপ্য আমি সেইটুকু চাই।ওনাকে শাস্তি দেওয়া দরকার।আমার যা প্রাপ্য তা না পেলে সারা জীবন আমি বাঁচবো কিকরে।

অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি গৌতম গোস্বামী বলেন, সীমা চৌধুরীর প্রতি অন্যায় হয়েছে। ওনার সরলতা ও দুর্বলতার সুযোগ নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।উচ্চ আদালতে মামলা করে সীমা চৌধুরী যাতে ন্যায্য বিচার পায় তার ব্যবস্থা আমরা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *