খড়িবাড়ি, ২২ জানুয়ারিঃ নেতাজীর জন্মদিন ও সাধারণতন্ত্র দিবসের আগে সীমান্তে শান্তি বজায় রাখতে রুটমার্চ এসএসবি’র।
জানা গিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ দিনের আগে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করতে ভারত-নেপাল সীমান্তে এসএসবি’র উদ্যোগে চলছে রুটমার্চ ও সীমান্ত সুরক্ষা কর্মসূচি।শনিবার খড়িবাড়ির প্রসাদু জোত থেকে মদনজোত পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় রুটমার্চে নামে এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা।