খড়িবাড়ি, ১৮ জানুয়ারিঃ মাদক নিয়ে কড়া পুলিশ।গত ২ মাসে একাধিক মামলা হয়েছে দার্জিলিং জেলা সমতলের তিন থানা খড়িবাড়ি, নকশালবাড়ি ও ফাঁসিদেওয়ায়।শনিবার সীমান্তের গৌড়সিং জোত, পানিট্যাঙ্কি বাজার, রামধন ও হাওলদার বস্তি এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশ।মাদক মুক্ত করতে জনগনের সহায়তা চেয়ে নিজের ফোন নম্বর দেন তিনি।
খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার প্রবীন প্রকাশ বলেন, সাধারণ মানুষ পুলিশের চোখ ও কান।মাদক কারবারীদের ধরতে সকলের সহযোগিতা করতে হবে।যারা তথ্য দেবে তাদের সব তথ্য গোপন রাখা হবে।যুব সমাজকে বাঁচাতে এই কাজে সকলকেই এগিয়ে আসতে হবে।মাদকের সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না, আমাকে ম্যাসেজ করলেই ব্যবস্থা হবে।অন্যদিকে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জেলা প্রশাসন ও মহকুমা পরিষদ মিলে নেশামুক্ত সেন্টারের ব্যবস্থা করবে বলে আশ্বাস দেন তিনি।