খড়িবাড়ি, ১৩ অক্টোম্বরঃ খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার এক চিনা নাগরিক।চিনা নাগরিককে সহায়তা করার অভিযোগে গ্রেফতার হয়েছে নেপালের ২ নাগরিকও।
জানা গিয়েছে, নেপাল থেকে ভারতে প্রবেশ করার পরিকল্পনা ছিল চিনা নাগরিকের।সেই মতো নেপালের ২ ব্যক্তিকে নিয়ে একটি চারচাকা গাড়িতে করে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে পৌঁছায় চিনা নাগরিক।সীমান্তে কর্তব্যরত ৪১ নম্বর এসএসবি জওয়ানরা নথি দেখতে চাইলে নেপাল নাগরিকত্বের ফটোকপি দেখায় চিনের সেই ব্যক্তি।সন্দেহ হত্তয়ায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।এরপরই জানা যায় ব্যক্তি চিনা নাগরিক।ধৃতের নাম লি শিয়াকাঙ।
অন্যদিকে চিনা নাগরিককে সহযোগিতার করার অভিযোগে নেপালের ২ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল।সঞ্জীব সুয়াল এবং চিত্র গুপ্তা অধিকারী।ধৃত ৩ জনকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।